দেশ থেকে টাকা পাচার করে দাউদকে দিত জাকিরের সংস্থা!
হিন্দুনববার্তা বাংলা ডেস্ক : february 21.2017.
মুম্বই: বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েকের সঙ্গে এবার দাউদের যোগসাজশ পেল কেন্দ্রীয় গোয়েন্দারা৷ ভারত সহ একাধিক দেশ থেকে অর্থ সংগ্রহ করে তার একটা বড় অংশ দাউদ ইব্রাহিমের সংস্থার হাতে তুলে দেওয়া হত বলে জানতে পেরেছে ইডি৷ দিন কয়েক আগে জাকির নায়েকের সংস্থার শীর্ষস্থানীয় এক আধিকারিককে গ্রেফতার করা হয়৷ তাকে জেরা করে এই তথ্য উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর৷
পাকিস্তান ও দুবাই সহ একাধিক মুসলিম দেশে নিজেদের শাখা বিস্তার করেছিল জাকির নায়েকের সংস্থা, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন৷ সংস্থার তহবিল বাড়ানোর জন্য এই দেশগুলি থেকে অর্থ সংগ্রহের কাজ হত৷ এখন ইডি আধিকারিকদের দাবি, স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে আদতে টাকা পাচারের কাজ করতো নায়েকের সংস্থা৷ আর এই টাকা তুলে দেওয়া হত দাউদের সংস্থার হাতে৷ পাকিস্তানের করাচিতে বসে এই কাজ হত বলে তদন্তে জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা৷ আর এই পুরো কাজটি করতো গজদর নামে পাকিস্তানের এক মার্বেল ব্যাবসায়ী৷
তবে শুধু পাকিস্তান হয়েই নয়৷ কেন্দ্রীয় গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, আফ্রিকার বেশ কয়েকটি ছোট ছোট দেশে বসেও টাকা পাচারের কাজ করেছে জাকিরের সংস্থা৷ আর প্রায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে সেই টাকার একটা বড় অংশ কোনও না কোনোভাবে দাউদের সংস্থার হাতে পৌছেছে৷ তবে এই নিয়ে অফিসিয়ালি কিছু জানাতে রাজি হয়নি ইডি৷
# Three days after controversial preacher Zakir Naik’s chief financial officer Aamir Gazdar was arrested by the ED for money laundering, trail has led sleuths to Pakistan and D-Company.
হিন্দুনববার্তা বাংলা ডেস্ক
Advertisements