হবিগঞ্জ:: গত ১৫ই ফেব্রুয়ারি, হবিগঞ্জের মাধবপুর শহর হতে এক নারী হিন্দু স্কুল শিক্ষককে জোরপূর্বক অপহরণ করা হয়েছে। অপহৃত হিন্দু নারীর নাম সীমা মজুমদার। অপহৃত হিন্দু নারীর পিতার নাম বিজয় মজুমদার। অপহৃতা মাধবপুরের মন্দির বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। হিন্দুনববার্তা বাংলা ডেস্ক: march.01.02.2017.
(অপহরণকারী)
প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় যে- গত ১৫ ফেব্রুয়ারি সীমা মজুমদার তার ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে মাধবপুর বাজারে যায় সকাল ৯টায়। তার যাওয়ার পথে রাস্তা অবরোধ করে তাকে মাইক্রোতে করে তুলে নিয়ে যাওয়া হয়। আজ অবধি অপহৃত নারীকে উদ্ধার করা যায়নি।
প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় যে- গত ১৫ ফেব্রুয়ারি সীমা মজুমদার তার ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে মাধবপুর বাজারে যায় সকাল ৯টায়। তার যাওয়ার পথে রাস্তা অবরোধ করে তাকে মাইক্রোতে করে তুলে নিয়ে যাওয়া হয়। আজ অবধি অপহৃত নারীকে উদ্ধার করা যায়নি।
অপহরণকারী মোহাম্মদ সিয়ান চৌধুরী, তার পিতার নাম মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী। তার সাথে আরও অপহরণকারীরা হলেন: মোহাম্মদ তুষার চৌধুরী, মোহামম্দ আলাউদ্দিন চৌধুরী।
অপহরণকারীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে মাধবপুর থানায়। মামলা নাম্বার ১৭।
হিন্দুনববার্তা বাংলা ডেস্ক: