আমি যা বলব দিদি তাই করবেন। এহেন বেফাঁস মন্তব্য করে ফের বিতর্ক বাধালেন টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা রহমান বরকতি। আজ কলকাতা জার্নালিস্ট ক্লাবে তিনি এই মন্তব্য করেন।
হিন্দুনববার্তা বাংলা ডেস্ক: ০৩.০৩.২০১৭.
আজ প্রেস ক্লাবে তিনি বলেন, “আমি যদি দাঁড়াই, আমি যদি সব জায়গায় বসি, আমি যদি বাজারে নামি, তাহলে আমি যা বলব দিদি তাই করবেন।’’ একইসঙ্গে তৃণমূল সাংসদ সুলতান আহমেদের সমালোচনা করেন তিনি। আজ বরকতি প্রশ্ন তোলেন, এক ব্যক্তি এতগুলি সংস্থায় মাথায় বসে রয়েছেন কী করে? তাই রাজ্য সরকার যাতে এই বিষয়ে নজর দেয় তার জন্য তিনি আবেদন করেন।
একইসঙ্গে তিনি বলেন, তাঁকে খুন করার চক্রান্ত করেছে রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ ও RSS। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামগ্রিক নীতি নিয়ে সমালোচনা করেন তিনি।
হিন্দুনববার্তা বাংলা ডেস্ক:
Advertisements