মূর্তি অপসারন না হলে হিন্দু উচ্ছেদ: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত।
হিন্দুনববার্তা বাংলা ডেস্ক :০৯.০৩.২০১৭.
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রীক দেবির মূর্তি অপসারন না করা হলে এদেশের হিন্দুদের শান্তিতে থাকতে দেওয়া হবেনা,তাদেরকে উচ্ছেদ করা হবে। পাশাপাশি প্রতিবেশি হিন্দু প্রধান দেশ ভারতের সাথেও এদেশের ধর্মপ্রাণ মুসলিমরা যুদ্ধ ঘোষনা কতে পারে বলে ঘোষনা দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া শাখা। মূর্তি অপসারন না হলে আরেকটি শাপলা চত্বরের মতো ঘটনা ঘটবে। তারা আরো বলেন, মূর্তি অচিরেই অপসারন না করলে দেশের ধর্মপ্রাণ মানুষ তা ভেঙ্গে চুরমার করে দিবে।
বৃহষ্পতিবার বেলা ১২টায় কাউতলি মোড়ে সৌধ হিরন্ময় চত্তরে এক বিক্ষোভ সমাবেশে তারা এই কথা বলেন। এর আগে বেলা ১১টায় শহরের ট্যাংকের পার থেকে কয়েক হাজার মুসল্লি,মাদ্রাসা ছাত্র ও আলেমদের অংশগ্রহনে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলি মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সামবেশে হেফাজতের ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তখন তারা সরকারের নিন্দা করে বলেন, সরকার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে। প্রতি গুরুত্বপূর্ণ স্থানে মুর্তি স্থাপন করে সরকার এটাই প্রমান করেছে। যদি অচিরেই এসব বন্ধ না হয় তবে তৌহিদী জনতা সরকার পতনের আন্দোলনে নামবে।