শুকিয়ে ‌যাচ্ছে তৃণমূলের গলা? রামনবমীর মিছিলেই কি রাজ্যে মিলবে ‘মেরুকরণের অঙ্ক’?

রামনবমী উপলক্ষ্যে পুজো আর মিছিল নিয়ে প্রচারে নামার নির্দেশ আরএসএসের।

 

৫ এপ্রিল।৫ রাজ্যে নির্বাচনে গেরুয়া ঝড়। এবার টার্গেট বাংলা। রাজনীতির পূর্ণ সুযোগ নিতে পথে নেমে পড়ল আরএসএস, বজরং দল, বিজেপি। রামনবমী উপলক্ষ্যে পুজো আর মিছিল নিয়ে প্রচারে নামার নির্দেশ দিয়েছিল আরএসএস।  সেইমতই কাজ শুরু করে দিল বিজেপি ও তার সহযোগী দল।

আরএসএসের নির্দেশে রামনবমীতে রাজ্যজুড়ে জোরদার প্রচারে নামল তাদের শাখা-সংগঠনগুলি। রাজ্যজুড়ে কাল মিছিল বের করবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। জমি ছাড়তে নারাজ তৃণমূলও। রামনবমীর ঠিক আগের দিন লড়াই গড়িয়েছে আদালত পর্যন্ত।

বুধবার রাজ্যের সব জেলাতেই বেরোবে রামনবমীর মিছিল। উদ্যোক্তা আরএসএস, বজরং দল, হিন্দু সংহতি। থাকবেন বিজেপি নেতৃত্বও। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিও কি তবে মেরুকরণ প্রকট হবে?  বুক বাঁধছে বিজেপি শিবির। তবে প্রতিরোধ গড়ে তুলেছে তৃণমূলও। এতদিন রাজ্য রাজনীতিতে বামেরাই ছিল তৃণমূলের প্রধান প্রতিপক্ষ। এবার তাদের সরিয়ে জায়গা করে নিয়েছে বিজেপি। ‌যাকে নিয়ে ‌যথেষ্টই বেগ পেতে হচ্ছে তৃণমূলকে। শঙ্কায় মমতা শিবির।

হিন্দনববার্তা।

ভাল লাগলে শেয়ার করুন।

India. com. 05.04.2017.

Leave a comment